স্কার্ট পরে অভিনয়ের প্রস্তাব, যা বললেন শাহরুখ খান

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৫, ০৪:০৩ পিএম

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান তার ক্যারিয়ারে নানা রকম চরিত্রে অভিনয় করেছেন, তবে কিছু প্রস্তাব তিনি বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানালেন, একবার পরিচালক করণ জোহরের একটি সিনেমার প্রস্তাব তিনি শুধু একটি কারণে নাকচ করে দেন—কারণ সিনেমাটিতে তাকে পুরোটা সময় স্কার্ট পরে অভিনয় করতে হতো।

শাহরুখ খান বলেন, “করণ একদিন আমার বাসায় এসে একটা চিত্রনাট্য পড়ে শোনালেন। আমি তখনই থেমে দিই যখন শুনলাম, আমাকে পুরো সিনেমায় স্কার্ট পরে থাকতে হবে। আমি তাকে বলি—‘বন্ধু, এটা আমার দ্বারা সম্ভব না।’”

তিনি হাসতে হাসতে আরও বলেন, “আমি মজা করে বলেছিলাম, তুমি নিজেই স্কার্ট পরে অভিনয় করো না কেন? তুমি তো পারবে!”

সিনেমাটির নাম প্রকাশ না করলেও শাহরুখ জানান, ছবিটি ‘পুরোনো সময়ের পুরুষ স্কার্ট’ পরার কনসেপ্টে লেখা হয়েছিল এবং ২০২০ সালের মার্চে শুটিং শুরু হওয়ার কথা ছিল, যা আজও শুরু হয়নি।

শাহরুখ খান এবং করণ জোহর বলিউডের অন্যতম সফল জুটি হিসেবে পরিচিত। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’—সবগুলো ছবিই বক্স অফিসে ঝড় তুলেছিল। তবে বন্ধুত্ব থাকা সত্ত্বেও পেশাগত জায়গায় নিজের অবস্থান পরিষ্কার রাখতে কখনও পিছপা হন না শাহরুখ।