ওমরাহ পালন করতে গেলেন চিত্রনায়ক জায়েদ খান

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান প্রথমবারের মতো ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছেন। ১০ দিনের সফরের জন্য সোমবার যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন তিনি। 

তিনি বলেন, আপনারা সবাই জানেন, আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সব রোজা রাখি।

অনেক দিনের ইচ্ছে ছিল ওমরাহ পালন করব। অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। দীর্ঘ সময় ধরে দেশের বাইরে রয়েছেন জায়েদ খান।

কখনো তাকে দেখা যায় কানাডায়, কখনো যুক্তরাষ্ট্রে। বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সরব উপস্থিতিও রয়েছে তার। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্টের পর থেকে আর দেশে ফেরেননি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-য় নিয়মিত উপস্থাপনাও করছেন।

তারকাদের নিয়ে তার এই অনুষ্ঠান ইতোমধ্যেই বেশ আলোচিত।