রেখার জন্য এক ব্যক্তিকে মারধর করেন অমিতাভ বচ্চন

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৫:২৩ পিএম

বলিউডের অনস্ক্রিন সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি ছিলেন অমিতাভ বচ্চন ও রেখা। একসঙ্গে বহু হিট ছবি উপহার দিয়েছেন তারা। তবে পর্দার বাইরেও এই জুটিকে নিয়ে কম চর্চা হয়নি।

অমিতাভ-রেখার প্রেম ছিল সে সময়ের বলিপাড়ার সবচেয়ে আলোচিত খবর। এই তারকা জুটিকে নিয়ে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইয়ে।

জানা গেছে, ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গঙ্গা কি সৌগন্ধ’ ছবির শুটিং চলছিল জয়পুরের একটি গ্রামের কাছে। শুটিং দেখতে জড়ো হয় প্রচুর মানুষ। সেখানেই এক ব্যক্তি অভিনেত্রী রেখাকে নিয়ে অশালীন মন্তব্য করেন।

ঘটনাস্থলেই ছিলেন অমিতাভ বচ্চন। প্রথমে শান্তভাবে সেই ব্যক্তিকে সতর্ক করেন তিনি। কিন্তু তাতেও চুপ না থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বিগ বি। নিজের মেজাজ হারিয়ে শুরু করেন মারধর।

এই ঘটনার পরদিনই দেশের বহু সংবাদপত্রে খবর হয়ে যায় বিষয়টি। তখনই প্রথম অমিতাভ-রেখার সম্পর্ক নিয়ে গুঞ্জন চাউর হতে শুরু করে বলিউডপাড়ায়।

যদিও এ বিষয়ে অমিতাভ বা রেখা—কেউই কখনো কোনো মন্তব্য করেননি। তবে শোনা যায়, জয়া বচ্চনের কানেও পৌঁছেছিল এই সম্পর্কের কথা।

‘গঙ্গা কি সৌগন্ধ’ ছবিটি ১৯৭৮ সালের ৭ ফেব্রুয়ারি মুক্তি পায়। ছবিতে অমিতাভ-রেখা ছাড়াও অভিনয় করেন আমজাদ খান ও বিন্দু দেশাই। এটি সেমি-হিট ছিল বক্স অফিসে। আয় করেছিল ২.৩০ কোটি রুপি। আইএমবিডিতে ছবিটির রেটিং ৫।

উল্লেখ্য, এর আগে ও পরে অমিতাভ-রেখা একসঙ্গে কাজ করেছেন ‘দো আনজানে’, ‘মুকাদ্দর কা সিকান্দার’, ‘মিস্টার নটবরলাল’, ‘রাম বলরাম’ এবং ‘সিলসিলা’র মতো জনপ্রিয় ছবিতে। তবে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বলিউডে রহস্য আর আলোচনার কমতি নেই আজও।