কতগুলো চিড়িয়া আমার জীবনের শান্তি নিয়ে টানাটানি শুরু করেছে: পরীমণি

একটা সময় ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির জন্মদিনকে ঘিরে আলোচনা-সমালোচনার শেষ ছিল না। সন্তান জন্মের পর তিনি জানিয়েছিলেন, নিজের জন্মদিন আর নয়, বরং সন্তানের জন্মদিনই তিনি ধুমধাম করে পালন করবেন। ঠিক সেই প্রতিশ্রুতি মতোই গেল ১০ আগস্ট ছেলের তৃতীয় জন্মদিনটি পরিবারের কাছের মানুষদের সঙ্গে ঘরোয়া পরিবেশে উদযাপন করেছেন এই নায়িকা।
কিন্তু ছয় দিন পর হঠাৎ করেই নিজের ব্যক্তিগত অনুষ্ঠানের ভিডিও ও ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। শুধু তাই নয়, অনুষ্ঠানে উপস্থিত কিছু অতিথি সেটিকে ব্যবসায়িক ভ্লগ ও রিলসে ব্যবহার করায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন পরীমণি।
পরীমণি শনিবার (১৬ আগস্ট) ফেসবুকে লিখেছেন, আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি, তারা প্রত্যেকেই প্রমাণ করছে আমার জীবনে তাদের গুরুত্ব আসলে মলমূত্রের মতো। তারপরও কিছু মানুষদের আমি সহ্য করে গিয়েছি। কিন্তু এবার আর পারছি না। এবার যেটা পারবো সেটা হলো কবর দিয়ে দেয়া। যাকে তাকে যখন তখন জীবন থেকে টাটা বাই বাই করে দেয়া। খেয়াল করে দেখবেন, গত ১০ তারিখ থেকে আমি কোন রকম অ্যাক্টিভ নাই ফেসবুকে। আর আজ ফেসবুকে ঢুকতেই দেখি আবার কতগুলো চিড়িয়া আমার জীবনের শান্তি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে।
পরী আরও বলেন, ১০ তারিখ আমার বাচ্চাদের নিয়ে একান্ত ব্যক্তিগত আয়োজন ছিল। অথচ কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর ভ্লগ বানিয়ে সামাজিক মাধ্যম ভরিয়ে দিয়েছে। যেখানে আমি এখনো একটা ছবিও পোস্ট করিনি।
ক্ষোভে তিনি আরও লিখেছেন, যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে, তারা আমার গালি খাবে। কারণ তোমরাই সেটা ডিজার্ভ করো। তোমরা ভিখারির মতো মাসভরে কিছু ডলার কামাও। এই ধরনের মানুষ বা কনটেন্ট ক্রিয়েটর যদি সামনে পড়ে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব। আগেই বলেছিলাম, আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান না। ভালো লাগেনি তখন?
এর আগেও পরীমণি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তার সন্তানদের কোনোভাবেই ব্যবসায়িক কনটেন্ট হিসেবে ব্যবহার করা যাবে না। তবুও ব্যক্তিগত আয়োজনেও সেটি ঠেকানো যায়নি।