অমিতাভ বচ্চনকে ৬ কোটি টাকার গাড়ি উপহার দিয়ে চড় খান পরিচালক

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০২:৪০ পিএম

বলিউডে অনেক সময় দেখা যায়, পরিচালকরা অভিনেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দামী উপহার দেন। এরকমই এক ঘটনা ঘটেছিল ২০০৭ সালে, যখন খ্যাতনামা পরিচালক বিধু বিনোদ চোপড়া কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে ‘একলব্য: দ্য রয়েল গার্ড’ সিনেমা সম্পন্ন হওয়ার পর ৪ কোটি ৫০ লাখ রুপির রোলস রয়েস উপহার দেন। যেটি মূল্য বাংলাদেশি মুদ্রায় ৬ কটি ২০ লাখের বেশি।

ইন্ডিয়া টিভির প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সিদ্দার্থ কাননের সঙ্গে এক পুরোনো সাক্ষাৎকারে চোপড়া এই ঘটনা শোনান। তিনি জানান, শুটিংয়ের সময় অনেক ঝগড়া হলেও অমিতাভ বচ্চন শেষ পর্যন্ত সিনেমাটি সম্পন্ন করেন। তাই কৃতজ্ঞতা স্বরূপ তিনি গাড়িটি উপহার দেন। চোপড়ার ভাষায়, বিগ বি আমাকে সহ্য করেছেন, এটাই ছিল আমার জন্য বড় ব্যাপার। তাই আমি তাকে একটি রোলস রয়েস উপহার দিই।

তবে এ ঘটনা তার মায়ের কাছে একেবারেই গ্রহণযোগ্য ছিল না। বিধু বিনোদ চোপড়া বলেন, আমি যখন মাকে নিয়ে গিয়েছিলাম অমিতাভকে গাড়ি দেয়ার জন্য, তখন মা নিজেই তাকে চাবি তুলে দেন। এরপর আমরা যখন ফিরছিলাম, মা জিজ্ঞাসা করলেন, ‘অমিতাভ বচ্চনকে গাড়ি দিলি?’ আমি হ্যাঁ বলতেই তিনি প্রশ্ন করলেন, ‘তুই নিজে কেন নিলি না?’ আমি হেসে বললাম, সময় এলে কিনব। তখন মা ভেবেছিলেন গাড়িটির দাম মাত্র ১১ লাখ। কিন্তু আমি যখন বললাম যে এটি ৪ কোটি ৫০ লাখ রুপির, তখনই তিনি আমাকে চড় মারলেন আর বললেন, ‘বোকা।’ আমি সেই মুহূর্ত কখনও ভুলব না।

প্রসঙ্গত, ‘একলব্য: দ্য রয়েল গার্ড’ সিনেমাটিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, সঞ্জয় দত্ত, বিদ্যা বালান, জ্যাকি শ্রফ, বোমান ইরানি, জিমি শেরগিলসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তির পর বক্স অফিস মাতিয়েছিল।