সপ্তমীতে এক ফ্রেমে সৃজিত-সুস্মিতা, ভক্তদের প্রশ্ন প্রেম নাকি বন্ধুত্ব

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ পিএম

টলিউডে এখন হট টপিক সৃজিত মুখার্জি ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের সম্পর্ক। যদিও তারা দুজনেই বলছেন তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের প্রেম নয়। তবে তাদের দুজনের বক্তব্যের পরেও গুঞ্জন থামছে না। মহাসপ্তমীর ছবি নিয়েই নতুন আলোচনা শুরু হয়েছে। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) সপ্তমীর শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করলেন সৃজিত। তবে সেগুলো একা নয়, সঙ্গী ছিলেন সুস্মিতাও।

দুজনকে দেখা গেল নীল পোশাকে। পূজার ফ্রেমে সৃজিতের গায়ে ছিল নীল পাঞ্জাবি আর সুস্মিতার গায়ে নীল শাড়ি ও বেইজ ব্লাউজ। তিনটি ছবি প্রকাশ করেছেন সৃজিত। একটি ছবিতে দুজনের ক্যামেরার দিকে তাকালেও অন্যেটি ছবিতে দুজনে দারুণ খুশি নিজেদের দিকে তাকিয়ে। আর আরেক ছবিতে দেখা গেল সুস্মিতার ছবি তুলছেন সৃজিত নিজেই।

এর আগেও দুজনকে নিয়ে গুঞ্জন কম হয়নি। পুরীর সমুদ্রসৈকতে দাঁড়িয়ে তাদের একটি ছবি ভাইরাল হয়, যা নিজেই শেয়ার করেছিলেন সুস্মিতা। ক্যাপশনে লিখেছিলেন, ‘স্যার আঁখো পর’। এরপর থেকেই শুরু হয় কানাঘুষো যে, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার শ্যুটিং চলাকালীন তারা একান্তে সময় কাটিয়েছেন।

সম্প্রতি এক প্রিমিয়ারে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুস্মিতা বলেছিলেন, আমরা খুব ভালো বন্ধু, কিছুদিনের মধ্যেই কাছের বন্ধু হয়ে গেছি। বাকিটা নিয়ে আমি কিছু বলতে চাই না। সেই কথার সুর মিলিয়ে সৃজিত বলেন, এসব কথা বলা হচ্ছে দেখেই অবাক হচ্ছি। একটা ছবির জন্য এত কিছু।কিন্তু বাস্তবে প্রিমিয়ার হোক বা পূজার আয়োজন প্রায় সব জায়গায় তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। পোশাক পরছেন মিল করে। ফলে, অনেকেই এই সম্পর্ককে শুধুই বন্ধুত্ব বলে মানতে নারাজ তাদের ভক্তরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে কথা বলছেন।

অন্যদিকে, ২০১৯ সালে সৃজিত মুখার্জি বিয়ে করেন মিথিলাক। বেশ ঘটা করেই বিয়ে হয়েছিল তাদের। বিয়ের পর থেকেই দুই বাংলায় আলোচনায় ছিলেন সৃজিত-মিথিলা। তবে বর্তমানে মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। দাম্পত্য জীবন নিয়ে কলকাতার মিডিয়ায় নানা গুঞ্জন থাকলেও, বিচ্ছেদ নিয়ে মিথিলা বা সৃজিত স্পষ্ট কোনও মন্তব্য করেননি।