কবে বিয়ে করবেন দেবকে? জবাবে যা বললেন অভিনেত্রী রুক্মিণী
টালিউড ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রর মধ্যকার সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। যা মাঝে মধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসে। দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তারা। একসঙ্গে জুটি হয়ে একাধিক সিনেমায় কাজও করেছেন। দু’জনাকে দু’জনার পারিবারিক অনুষ্ঠানেও দেখা যায়। ফলে তাদের নিয়ে চর্চার কমতি দেখা যায় না।
দেব ও রুক্মিণীকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা যাওয়ার কারণে প্রশ্নেরও শেষ নেই। এর মধ্যে অন্যতম হচ্ছে, কবে বিয়ে করবেন তারা? যা বারবার ঘুরে-ফিরে সামনে আসে। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবার এ ব্যাপারে অকপটে কথা বলেছেন অভিনেত্রী রুক্মিণী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এক শুভাকাঙ্ক্ষী টালি তারকাকে তাদের বিয়ের ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে রুক্মিণী বলেন, যেদিন আমাদের সবাই প্রশ্ন করা বন্ধ করবে, সেদিন সবাইকে চমকে দেব আমরা। আর ওই সময় আশ্চর্য হবে সবাই। তবে বলা যায় না, বিয়ে কার কপালে কখন, কার সঙ্গে। এরপরই জিহ্বা কাটেন তিনি।
প্রসঙ্গত, গত বছরই গুগলে সার্চ করে অবাক হয়েছিলেন দেব-রুক্মিণীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। জানা গিয়েছিল, দেব নাকি বিবাহিত! ২০২১ সালের ৬ মে নাকি রুক্মিণীকে বিয়ে করেছেন। এমনকি আরও বলা হয়, তাদের নাকি একটি সন্তানও রয়েছে।
এছাড়া এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, তিনি টলিউডের সালমান খান কিনা। জবাবে যা বলেছিলেন, তা ছিল চমকে যাওয়ার মতো। তিনি বলেন, আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি, বেশ ভালোই আছি। তার অর্থ এই নয়, আমি সিঙ্গেল ব্যাচেলর লাইফ কাটাব।
এ অভিনেতা রুক্মিণীকে বিয়ের ব্যাপারে বলেছিলেন, বিয়ে হচ্ছে ভাগ্যের ব্যাপার। এমনটা নয় যে, আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, শিগগিরই হয়তো সবাই জানতে পারবে।