জঙ্গি হামলা হচ্ছে, ঘরে ফিরুন: সরকারি প্রেস বিজ্ঞপ্তি

লালসবুজ২৪.কম ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ১২:৫৪ এএম

সরকার পতনের ‘এক দফা’ দাবিতে অসহযোগ আন্দোলনের মধ্যে বিভিন্ন জায়গায় ‘জঙ্গি হামলা’ হচ্ছে জানিয়ে সতর্ক করেছে সরকার।
রোববার সংঘাতে মানুষের প্রাণহানির মধ্যে এক ‘সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে’ এ কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়। এতে বলা হয়, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে শেষ পর্যন্ত সরকার পতনের ডাক ও অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে।