আগামী বছরের মধ্যে এআইচালিত রোবট বাজারে আনবে চীন

লালসবুজ২৪.কম ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৩ এএম

ল্যাঙ্গুয়েজ মডেলের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত মানবাকৃতির রোবট নির্মাণেও অগ্রগতি করে যাচ্ছে চীনা প্রতিষ্ঠানগুলো। আগামীতে বাণিজ্যিকভাবে এসব রোবট বাজারে আনার প্রতিশ্রুতি দিয়েছে চীনা স্টার্টআপ ইউনিট্রি।
আজ শুক্রবার চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইউনিট্রি ২০২৬ সালের মধ্যে এমন মানবাকৃতির রোবট বাজারে আনার প্রতিশ্রুতি দিয়েছে; যাদের বুঝতে পারার ক্ষমতা এবং কাজ করার সক্ষমতা হবে উচ্চতর।
তিন থেকে পাঁচ বছরের মধ্যে সারা বিশ্বে এআইচালিত রোবটের ভালো বাণিজ্যিক চাহিদা দেখা যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। তারা জানায়, বর্তমানে সেই বাণিজ্যিক চাহিদা পূরণের প্রস্তুতি নিচ্ছে ইউনিট্রি।
বর্তমানে চীনে নববর্ষ উদযাপন চলছে। এ উপলক্ষে চীনের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন শো স্প্রিং ফেস্টিভাল গালায় মানুষের সঙ্গে রোবটের নাচের একটি আয়োজন করে ইউনিট্রি। সেখানে চীনা লোকনৃত্য ইয়াংগে পরিবেশন করে মানুষ ও রোবট। মর্নিং পোস্ট জানায়, চীনজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এই পরিবেশনা।
ইউনিট্রি এক বিবৃতিতে বলে, 'এই পরিবেশনা ইতিহাসের প্রথম সম্পূর্ণ এআইচালিত এবং স্বয়ংক্রিয় ক্লাস্টার মানবাকৃতির রোবটদের পারফরম্যান্স।'
শুরুতে চতুষ্পদী রোবট কুকুর তৈরি করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা ইউনিট্রি সম্প্রতি এআইচালিত মানবাকৃতির রোবট তৈরিতে ব্যাপক অগ্রগতি করেছে। এই খাতে চীনা ও আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠানের সঙ্গেই প্রতিযোগিতা চলছে তাদের।
ইউনিট্রির বিপণন পরিচালক হুয়াং জিয়াওয়েই মর্নিং পোস্টকে বলেন, 'মানবাকৃতির রোবটের মূল বিষয় হচ্ছে 'মস্তিষ্ক', অর্থাৎ (কৃত্রিম) বুদ্ধিমত্তা।'