ফিরোজায় ফিরেই দেশবাসীকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়া

দীর্ঘ চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে গণতন্ত্রপ্রিয় দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) দুপুরে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছে তিনি দেশবাসীর ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা জানান।
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘চিকিৎসা শেষে তিনি এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। দীর্ঘ যাত্রা ক্লান্তিকর হলেও, মানুষের ভালোবাসায় তিনি আশ্বস্ত ও আবেগাপ্লুত।’ তিনি আরও বলেন, ‘শারীরিক কষ্ট সত্ত্বেও মানুষের উচ্ছ্বাস ও উপস্থিতি দেখে খালেদা জিয়া অভিভূত হয়েছেন। তিনি সব সময়ই জনগণের পাশে থাকতে চান।’
খালেদা জিয়ার দেশে ফেরার প্রসঙ্গ টেনে চিকিৎসক জাহিদ হোসেন বলেন, ‘যেভাবে জোবাইদা রহমান ফিরেছেন, সেভাবেই তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনও খুব বেশি দূরে নয়।’
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা।
পরে বিমানবন্দর থেকে বেলা ১১টা ২৫ মিনিটে গুলশানের ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি। পথে পথে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো রাস্তাঘাট। দুপুর ১টা ২৫ মিনিটে ফিরোজায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন।
দীর্ঘ চিকিৎসা ও বিদেশে অবস্থানের পর নেত্রীর প্রত্যাবর্তনে দলের ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিএনপি নেতারা।