ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমকে হত্যার হুমকি: ‘হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়’

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০২:২২ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে প্রসিকিউশন টিমের সদস্যরা অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে ভয়াবহ হুমকি পাচ্ছেন। রোববার রাত থেকে চিফ প্রসিকিউটরসহ পুরো টিমের সদস্যদের মোবাইলে বিভিন্ন ভারতীয় নম্বর থেকে একের পর এক হুমকিমূলক কল আসে।

প্রসিকিউশন টিমের সদস্যরা জানান, রাত থেকে শুরু করে সোমবার সকাল পর্যন্ত তাদের প্রত্যেককে টার্গেট করে হুমকি দেয়া হয়। ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে।

প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, “গতকাল সন্ধ্যার পর থেকেই অজ্ঞাত নম্বর থেকে হুমকির ফোন আসা শুরু হয়। আজও বেশ কিছু কল পেয়েছি। অধিকাংশ কল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। হুমকিদাতারা বলছে- শেখ হাসিনার যদি শাস্তি হয়, তাহলে প্রসিকিউশন টিমের কাউকে বাঁচতে দেওয়া হবে না।”

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, “অগণিত ফোন পেয়েছি, একই ধরনের কথা- ‘নেত্রীর সাজা হলে তোমাদের জীবন শেষ।’ একপর্যায়ে বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দিয়েছি।”

হুমকির বিষয়ে তিনি আরও বলেন, “ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলো আমলে নেওয়ার কিছু নেই। আমরা আইনগত প্রক্রিয়ায় অটল আছি।”

প্রসিকিউশন সূত্র জানায়, এ ধরনের হুমকির বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে এবং নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।