জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি বিএনপি: হামিদুর রহমান

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে বিএনপি রাজি হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারী জেনারেল হামিদুর রহমান আজাদ। শনিবার (৮ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

হামিদুর রহমান আজাদ বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি ‘এসিড টেস্ট’। তার মতে, একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারের উপস্থিতি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত রোববার (২ নভেম্বর) দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনায় বসার আহ্বান জানান জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না। যাই করতেছেন এবার বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি। দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি।

তাহের আরও বলেন, সত্যিকারের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমন্বয় জরুরি।

তিনি জানান, আগামী সোমবার জামায়াতে ইসলামী’র দলীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।