তারেক রহমানের ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ ফ্লাইটটি ২৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যরা এবং বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন।
বিমানের পক্ষ থেকে জানা গেছে, ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেয়া হয়েছে। এ দুই কেবিন ক্রু হলেন—জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম জিনিয়া।
বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সূত্র জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে দুই ক্রুর রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকি উল্লেখ থাকায় তাদের পরিবর্তন করা হয়েছে। তাদের স্থলে নতুনভাবে ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে, ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও একই কারণে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেয়া হয়েছিল। সেই সময়ও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল।