বৃহস্পতিবার ১৯ বছর পর তারেক রহমান বগুড়ায় যাচ্ছেন
দীর্ঘ ১৯ বছর পর আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর এটি হবে তার বগুড়ায় প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর। এই সফরকে ঘিরে জেলাজুড়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বগুড়া জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২৯ জানুয়ারি প্রথমে রাজশাহী ও নওগাঁয় আয়োজিত জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এরপর সন্ধ্যায় বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। রাত ৮টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় বগুড়াবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।
জনসভা শেষে তিনি বগুড়ার একটি হোটেলে রাত্রিযাপন করবেন। পরদিন ৩১ জানুয়ারি বগুড়া শহর ও নির্বাচনী এলাকায় একাধিক পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এদিন তিনি তার পিতৃভূমি গাবতলী এলাকার বাগবাড়ী পরিদর্শন করবেন। পরের দিন রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, দীর্ঘদিন পর দলের চেয়ারম্যানের আগমন বগুড়াবাসীর জন্য আবেগঘন মুহূর্ত। এই জনসভাকে ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি।
জেলা বিএনপির নেতারা জানান, তারেক রহমানের এই সফর দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে তিনি বগুড়ার জনসাধারণের সামনে দলের রাজনৈতিক অবস্থান ও অঙ্গীকার তুলে ধরবেন।
এদিকে সফরকে কেন্দ্র করে আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।