২৯৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৪:০৯ পিএম

গলে টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরির পর আরো দুই ওভার ব্যাটিং করে ইনিংস ঘোষণা করেন। ৮৭ ওভারের খেলা শেষে বাংলাদেশ ৬ উইকেটে ২৮৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করে। এর মাধ্যমে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার সামনে ২৯৬ রানের লক্ষ্য রাখল।

নাজমুল শান্ত ১৯৯ বল খেলে ১২৫ রানে অপরাজিত ছিলেন।

তিন ছক্কা ও ৯ চারে ইনিংসটি সাজানো ছিল তার। অন্য প্রান্তে ছিলেন নাঈম ২৩ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার স্পিনার থারিন্দু রত্নায়েকে ১০২ রানে তুলে নেন তিন উইকেট।
শেষ দিনে শ্রীলঙ্কা হাতে পাবে ৩৭ ওভার সময়।