শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে স্কোয়াড ঘোষণা, ফিরেছেন লিটন-নাঈম

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন লিটন দাস, নাঈম শেখ ও শামীম হোসেন।
সোমবার (২৩ জুন) দল ঘোষণা করা হয়। বিপিএল ও ডিপিএলে ভালো পারফর্ম করার সুবাদে ২ বছর পর দলে ডাক পেয়েছেন নাঈম শেখ।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
উল্লেখ্য, আগামী ২ জুলাই শুরু হবে দু’দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। প্রথম দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সিরিজের শেষ ম্যাচ খেলতে পাল্লেকেলে যাবে টাইগাররা। এর আগে, ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।