টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দু’জনের অভিষেক

টেস্ট সিরিজ হারের পর এবার ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আজ বুধবার (২ জুলাই) সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে সফরকারীরা।
এই ম্যাচ দিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের যাত্রা শুরু হচ্ছে। আর ওয়ানডেতে অভিষেক হয়েছে উইকেটকিপার–ব্যাটার পারভেজ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর হোসেনের।
এই ম্যাচে বাংলাদেশ দলে তিন পেসার রাখা হয়েছে। ওপেনার হিসেবে মোহাম্মদ নাঈমের জায়গায় খেলছেন পারভেজ হোসেন। অন্যদিকে কলম্বোর উইকেটে সাধারণত স্পিনারদের প্রাধান্য দেখা গেলেও শ্রীলঙ্কা এবার তিন পেসার নিয়ে খেলছে। এর ফলে মিলান রত্নায়েকে ওয়ানডে অভিষেকের সুযোগ পেয়েছেন।
শ্রীলঙ্কার দলে একজনের অভিষেক হয়েছে। পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকেকে একাদশে নিয়েছে লঙ্কানরা। সিরিজের প্রথম টেস্ট খেলে ইনজুরিতে পড়েছিলেন তিনি। ফিটনেস পরীক্ষা দিয়ে ফিরেছেন একাদশে। শ্রীলঙ্কা তিন পেসার রত্নায়েকে, আসিথা ফার্নান্দো ও এসান মালিঙ্গাবে নিয়ে খেলছে। স্পিন আক্রমণে মহেশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন।
শ্রীলঙ্কা সিরিজের ঠিক আগে ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান নাজমুল শান্ত। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন মেহেদী মিরাজ। কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে নেতৃত্বে যাত্রা শুরু করেছেন এই স্পিন অলরাউন্ডার।