ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে ইতালি। ২০২৬ সালের আসরে খেলবে ইউরোপের এই দলটি। ফুটবলে দারুণ সফল দেশটির ক্রিকেটের যে কোনো বিশ্বকাপে এটিই হবে তাদের প্রথম অংশগ্রহণ।
আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে পথ সাজিয়ে রেখেছিল ইতালি। শেষ ম্যাচে শুধু প্রয়োজন ছিল বড় পরাজয় এড়ানো। নেদারল্যান্ডসের বিপক্ষে বেশ ভালোভাবেই সেটি করল আজ্জুরিরা। তাতে প্রথমবারের মতো পেয়ে গেল বিশ্বকাপের টিকেট।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে বিশ্ব টি-টোয়েন্টির দশম আসর। এই আসরের জন্য ইউরোপ অঞ্চলের বাছাইয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে যাচ্ছে নেদারল্যান্ডসও। শেষ ম্যাচে ডাচদের কাছে ৭ উইকেটে হারলেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করায় বিশ্বকাপে পৌঁছেছে ইতালি।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর এখন পর্যন্ত ২৪টি দল এই টুর্নামেন্টে খেলেছে। ২০২৬ আসরের মাধ্যমে ইতালি হতে যাচ্ছে বিশ্বকাপের ২৫তম দল।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আফ্রিকা অঞ্চলের বাছাই থেকে আসবে আরও দুই দল। আর শেষ তিনটি জায়গার জন্য ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চলের দলগুলো লড়বে অক্টোবরে।
উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর।