৪ কোটি ইউরোতে পিএসজিতে ফরাসি গোলরক্ষক

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০২:৪৯ পিএম

লিগ ওয়ানের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লিলের ফরাসি গোলরক্ষক লুকাস শেভালিয়ারকে ৪ কোটি ইউরোতে দলে ভিড়িয়েছে। পাঁচ বছরের এই চুক্তিতে শর্তসাপেক্ষে আরও দেড় কোটি ইউরো বোনাস যুক্ত হতে পারে বলে জানিয়েছে ইএসপিএন।

২৩ বছর বয়সি শেভালিয়ারকে পিএসজির নতুন নাম্বার ওয়ান গোলকিপার হিসেবে দেখা যাবে। ফলে গত মৌসুমে ইতিহাস গড়া দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জিয়ানলুইজি দোন্নারুমা মূল একাদশে জায়গা হারাচ্ছেন।

পিএসজি ইতোমধ্যেই দোন্নারুমাকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তার এজেন্ট এনজো রায়োলা জানিয়েছেন, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলান ইতালিয়ান এই গোলরক্ষকের জন্য প্রস্তাব দিয়েছে।

২৬ বছর বয়সি দোন্নারুমার সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ ছিল আরও মাত্র এক বছর। তিনি চুক্তি নবায়নের পাশাপাশি বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন। তবে স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের নতুন বেতন কাঠামো মেনে নিতে রাজি হননি তিনি। বর্তমানে তিনি প্রতি মাসে সাড়ে ৮ লাখ ইউরো আয় করেন, যা তাকে দলে অন্যতম সেরা পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ে পরিণত করেছে।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দোন্নারুমা। লিভারপুল, আর্সেনাল ও অ্যাস্টন ভিলার বিপক্ষে গুরুত্বপূর্ণ মুহূর্তে দুর্দান্ত সেভ করে তিনি পিএসজিকে রক্ষা করেছিলেন। তবে কোচ লুইস এনরিকে এমন একজন গোলরক্ষক চান, যিনি গোলকিপিংয়ের পাশাপাশি বল বিলি ও অন্যান্য কৌশলগত ভূমিকায় আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।