নেইমারকে আর্জেন্টাইন ফুটবলে দেখতে চান দি মারিয়া

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০২:০৬ পিএম

মাঠে আর্জেন্টিনা-ব্রাজিল মানেই চিরপ্রতিদ্বন্দ্বী। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার সময়ে উপমহাদেশের ফুটবলপ্রেমীরা ভাগ হয়ে যান দুই দলে। তবে মাঠের উত্তাপের বাইরেও এক ক্লাবে একসঙ্গে খেলার উদাহরণ কম নয়।

নেইমার আর লিওনেল মেসির সম্পর্ক তার বড় প্রমাণ। বার্সেলোনা ও পিএসজিতে দীর্ঘ সময় ছিলেন তারা সতীর্থ। পিএসজিতে আবার মেসি-নেইমারের সঙ্গে খেলেছেন আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়াও। ক্লাবের বাইরে জাতীয় দলে মেসির সঙ্গে অসংখ্য মুহূর্ত ভাগ করেছেন দি মারিয়া। কিন্তু ঘরোয়া ক্লাব রোজারিও সেন্ট্রালে সতীর্থ হিসেবে কাকে চান তিনি? আশ্চর্যজনকভাবে মেসির নাম নয়, বরং বেছে নিয়েছেন নেইমারকে।

৩৭ বছর বয়সী আর্জেন্টাইন বললেন,‘নেইমারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা একটা কারণ। তাকে আমি ভীষণ ভালোবাসি। আমাদের সম্পর্কটাও দারুণ। এখনো নিয়মিত কথা হয়। আর্জেন্টাইন ফুটবলের প্রতি তার টান অনেক। রোজারিও-নিওয়েলস ম্যাচেও থাকতে চাইত।’

প্রায় দুই দশক ইউরোপে কাটিয়ে এ বছর মে মাসে শৈশবের ক্লাব রোজারিওতে ফিরেছেন দি মারিয়া। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজির অভিজ্ঞতা নিয়ে আবার নিজের শহরের দলে। ক্যারিয়ারের পড়ন্তবেলায় আর্জেন্টিনায় ফেরার পথে মেসি অবশ্য নেইমারের মতো দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় থেকেই গেছে। হয়তো এজন্যই সতীর্থের স্বপ্নে মেসি নন, জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

নেইমারকে আর্জেন্টিনায় দেখার অপেক্ষা আর লুকাচ্ছেন না দি মারিয়া। তার ভাষায়,‘আমি চাই একদিন নেইমার এখানে খেলুক। ভবিষ্যতে আমি নিজেই তাকে আমন্ত্রণ জানাবো। সেটা হবে বিশেষ কিছু।’

আর্জেন্টিনার ফুটবলে বোকা জুনিয়র্স-রিভার প্লেটের লড়াই যেমন শিরোনামে থাকে, তেমনি রোজারিও-নিওয়েলস দ্বৈরথও শতবর্ষ পেরোনো উত্তাপ বহন করে। চলতি সপ্তাহে সেই জমজমাট ম্যাচেই গোল দিয়ে ক্লাবকে জিতিয়েছেন ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো দি মারিয়া।

অন্যদিকে নেইমারের ক্যারিয়ার এখন চোটে জর্জরিত। আল হিলালের সঙ্গে চুক্তি ভেঙে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও নিয়মিত খেলতে পারছেন না। এমনকি ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দলে জায়গা হয়নি তার। সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল, চোটের কারণে নেইমার থাকবেন দর্শক হয়ে।