এশিয়া কাপ জিতে পাকিস্তানকে মোদির খোঁচা, পাল্টা জবাব নাকভির

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে সেই মহারণে জয়ী হওয়ার পর যেখানে উৎসব হওয়ার কথা, সেখানে সৃষ্টি হলো নতুন রাজনৈতিক বিতর্ক।
শিরোপা জেতার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার টুইটে ক্রিকেটীয় জয়কে সামরিক সাফল্যের সঙ্গে তুলনা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে, তার মন্তব্যের কড়া জবাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।
দুবাইয়ে ফাইনাল ম্যাচে সূর্যকুমার যাদবের দল পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে। ১৪৭ রানের লক্ষ্য তারা অতিক্রম করে ১৯.৪ ওভারে। ব্যাট হাতে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তরুণ তিলক ভার্মা, যিনি অপরাজিত অর্ধশতক হাঁকান।
ভারতের জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে অভিনন্দন জানান। কিন্তু তার স্ট্যাটাসে রাজনৈতিক ইঙ্গিত ছিল স্পষ্ট। তিনি লেখেন:‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই- ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’
ভারতীয় প্রধানমন্ত্রীর এই মন্তব্যের মাধ্যমে সম্প্রতি কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’ সামরিক অভিযানের দিকে ইঙ্গিত করা হয়। ভারতের প্রধানমন্ত্রীর এই টুইটকে ভালোভাবে নেননি পিসিবি সভাপতি মহসিন নাকভি। তিনি পাল্টা টুইট করে মোদির বক্তব্যের তীব্র নিন্দা জানান। নাকভি লেখেন: ‘যদি যুদ্ধই হয় তোমার গর্বের মাপকাঠি, তাহলে ইতিহাস ইতোমধ্যেই পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়গুলোকে স্মরণ রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে মুছে ফেলতে পারে না। খেলায় যুদ্ধকে টেনে আনা কেবল তোমার হতাশাই প্রকাশ করে, আর খেলাধুলার আসল চেতনার অবমাননা করে।’
রাজনৈতিক উত্তাপের মধ্যেই ভারতীয় দলের ট্রফি বর্জন করাটাও ছিল এই ফাইনালের আরেকটি আলোচিত ঘটনা। মহসিন নাকভি পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত থাকায় ভারতীয় দল ট্রফি নেয়া থেকে বিরত থাকে।