শর্ত মানলেই এশিয়া কাপের ট্রফি নিতে পারবে ভারত

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পিএম

এশিয়া কাপ জিতলেও ভারত এখনো ট্রফি পায়নি; এসিসি চেয়ারম্যান ও পিসিবি সভাপতি মহসিন নাকভির হাত থেকেই নিতে হবে- এই শর্তে অনড় কর্তৃপক্ষ।

দাপুটে এক এশিয়া কাপ শেষ করেছে ভারত। সবগুলো ম্যাচ জিতে হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। নবমবারের মতো জিতেছে এশিয়া কাপ শিরোপা। তবে ফাইনাল শেষ হওয়ার আজ দু’দিন হলেও এখনো ট্রফি বুঝে পায়নি তারা।

অবশ্য আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, এখনো ভারতকে ট্রফি প্রদানে সমস্যা নেই এসিসির। সেক্ষেত্রে পুরনো শর্তটি আবারো বেঁধে দিয়েছে তারা, জানিয়েছে ট্রফি নিতে হবে নাকভির হাত থেকেই।

ঘটনার শুরু এশিয়া কাপের শুরু থেকেই। পাকিস্তানের সাথে রাজনৈতিক অস্থিরতার জেরে খেলার আগে-পরে প্রতিপক্ষের সাথে হাত মেলায়নি ভারত দল। এমনকি ফাইনালে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে তারা।

ভারত দল জানায়, তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান চেয়ারম্যান, পিসিবি সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি নয়। অন্যদিকে নাকভিও বেঁকে বসেন।

নাকভি এসিসি চেয়ারম্যানের বিধি অনুযায়ী ট্রফি দেয়ার বিষয়ে অনড় থাকেন। তার দাবি, এসিসি সভাপতি হিসেবে তিনিই পুরস্কার তুলে দেবেন, নয়তো দেয়া হবে না। সব মিলিয়ে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা।

ক্রিকেট ইতিহাসেই সম্ভবত প্রথমবার কোনো চ্যাম্পিয়ন দল ট্রফি মাঠে আসার পরেও সেটি হাতে পায়নি! এরপর নাকভি যখন মাঠ ছাড়ছেন, তখন একটি রুপোলি মোড়কে ট্রফিও নিয়ে যান।

তখন উপস্থাপনার দায়িত্বে থাকা সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার সাইমন ডুল ঘোষণা দেন, ‘এসিসি জানিয়েছে যে আজ রাতে ভারতীয় দল তাদের পুরস্কার গ্রহণ করবে না। সুতরাং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হচ্ছে।’

এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এশিয়া কাপের ট্রফিটি দুবাইয়ে এসিসির সদর দফতরে রয়েছে, যা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাত্র চার কিলোমিটার দূরে।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, পদক ও ট্রফি দু’টিই নাকভি নিজের হাতে ভারতের হাতে তুলে দিতে চান। সে জন্য একটি অনুষ্ঠানের আয়োজনও করতে বলেছেন তিনি। এই শর্ত মানলেই কেবল শিরোপা বুঝে পাবে তারা।

বর্তমান পরিস্থিতি বিবেচনায়, পিসিবির সভাপতির প্রস্তাবে ভারতের রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে বলাই যাচ্ছে ‘ট্রফি বিতর্ক’ সহসাই শেষ হচ্ছে না।