জাতীয় দল থেকে বাদ পড়ছেন মার্টিনেজ!

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০১:০৩ পিএম

আসন্ন আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা দলের স্কোয়াডে থাকছেন না বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির নির্দেশে তাকে বিশ্রাম দেয়া হতে পারে।

আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচে তরুণ গোলরক্ষকদের ঝালিয়ে নেয়ার লক্ষ্যেই মূলত মার্টিনেজকে বিশ্রাম দিতে চাইছেন স্কালোনি । অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচটি হবে লুয়ান্ডায়।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনি নিজেই মার্টিনেজকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। যেহেতু মার্টিনেজ ২০২৬ বিশ্বকাপের জন্য দলের অপরিহার্য অংশ এবং প্রথম পছন্দের গোলরক্ষক, তাই কোচিং স্টাফ তাকে বিশ্রাম দিয়ে বিকল্প গোলরক্ষকদের পরখ করতে চাইছে।

মার্টিনেজের অনুপস্থিতিতে ক্রিস্টাল প্যালেসের ওয়াল্টার বেনিতেজ প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। এছাড়াও, স্কোয়াডে জেরোনিমো রুলি এবং সদ্য অভিষেক হওয়া ফাকুন্দো কামবেসেসের মতো আরও দুই গোলরক্ষক থাকছেন।