জয়ের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতকের দেখা পেয়েছেন বাংলাদেশের তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। ঘরের মাঠে চলমান আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার ডারবানে টেস্টে সেঞ্চুরি করেছিলেন এই ডানহাতি ব্যাটার। তার সেঞ্চুরিতে ভর করে সিলেট টেস্টে চালকে আসনে স্বাগতিকরা।

বুধবার (১২ নভেম্বর) দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের শুরুতেই জর্ডান নিলের বলে গালি অঞ্চল দিয়ে চার মেরে ঘরের মাঠে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদুল হাসান জয়। তাতে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২৮৬ রানের জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভারে ২৫৪ রান করেছে স্বাগতিক বাংলাদেশ, হাতে আছে ৯ উইকেট। জয় ১২৭ ও মুমিনুল হক ৪৪ রানে ব্যাট করছেন।

৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা আয়ারল্যান্ড মাত্র ১৪ বলে টিকতে পারে। টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে আয়ারল্যান্ড গুটিয়ে গেছে ২৮৬ রানে। শেষ ব্যাটার হিসেবে ৩১ রানে আউট হয়েছেন ম্যাকার্থি। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, পেসার হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।

এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৬৮ রান করেছিল বাংলাদেশ। দারুণ ব্যাটিং করা ওপেনার সাদমান ইসলাম সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। আইরিশ বাঁহাতি স্পিনার হামফ্রেসের বলে ১০৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮০ রান করেন তিনি। সাদমান ফিরলেও মাঠে মুমিনুলের সঙ্গে জুটি গড়েন মাহমুদুল।