মুমিনুল-মুশফিকের ফিফটি, আইরিশদের ৫০৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

ঢাকা টেস্টের চতুর্থ দিনেও দাপট দেখাল বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করতে নেমে ৪৭৬ রানের বিশাল স্কোর গড়েছিল টাইগাররা। এরপর দ্বিতীয় ইনিংসেও দম খাটিয়েছে স্বাগতিকরা, যেখানে ২৯৭ রানের ইনিংস শেষে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। এতে আয়ারল্যান্ডের জন্য ৫০৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তৈরি হয়েছে।

এই প্রতিবেদনের সময় পর্যন্ত ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে আইরিশদের সংগ্রহ ১৮ রান। অ্যান্ডি বালবির্নি ৯ এবং পল স্ট্রালিং ৫ রানে ব্যাট করছেন। টাইগারদের থেকে এখনও ৪৯১ রানে পিছিয়ে রয়েছে সফরকারী দল।

শনিবার (২২ নভেম্বর) সকালে ব্যক্তিগত খাতায় ৯ রান যোগ করেই বিদায় নেন ওপেনার সাদমান। স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের গুড লেংথের বল মিস করে এলবিডব্লিউ হন তিনি। ১১৯ বল খেলে ৭ চার মেরে সাজানো ছিল তার ৭৮ রানের ইনিংস। মাত্র ২২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলো তার।

এর আগে সিলেটে সিরিজের প্রথম টেস্টে ৮০ রান করে আউট হয়েছিল সাদমান। মিরপুরের প্রথম ইনিংসেও তার সংগ্রহ ছিল ৩৫।

সাদমানের আউটের পর ক্রিজে নেমে দীর্ঘ সময় ধরে থিতু হতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র ৫ বলে ১ রান করে জর্ডান নেইলের শিকার হন তিনি। প্রথম ইনিংসেও অধিনায়ক ব্যর্থ হয়েছেন; সেখানে ১১ বলে করেছিলেন ৮ রান।

ক্রিজে থাকা মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন শততম টেস্ট খেলা মুশফিকুর রহিম। মুমিনুল ৭৬ বল খেলে ফিফটি তুলে নেন। পরে লাঞ্চ বিরতির পর মুশফিকও ফিফটি সম্পন্ন করেন। ৮৭ রানে আউট হওয়া মুমিনুলের পর বাংলাদেশ ইনিংস ঘোষণা করে, গড়ে তোলে ৫০৯ রানের বিশাল লক্ষ্য।