আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্যই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে ব্যাটে-বলে রীতিমত দাপট দেখিয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা। টেস্ট সিরিজ শেষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মোমেন্টাম ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারিয়েছে বাংলাদেশ। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের ধারায় ফেরায় চ্যালেঞ্জ স্বাগতিকদের। সেই সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি চোখ লিটন দাসের দলের।

তাই সিরিজের প্রথম ম্যাচে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী ফর্মে থাকা সাইফ হাসান। তিন নম্বরে থাকবেন অধিনায়ক লিটন দাস নিজেই। মিডল অর্ডারে বাদ পড়েছেন শামীম পাটোয়ারি। তিনি না থাকায় তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও নুরুল হাসান একাদশে থাকতে পারেন।

বোলিংয়ে বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলতে পারে। মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে একাদশে থাকতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। রিশাদ হোসেন ও নাসুম আহমেদের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। তৃতীয় স্পিনার হিসেবে শেখ মাহেদী থাকবেন কিনা সেটাই দেখার বিষয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।