বাঁচা-মরার লড়াইয়ে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টারলিং। সিরিজে ১-১ সমতা থাকায় চট্টগ্রামে আজকে অলিখিত ফাইনালে মাঠে নামছে টাইগাররা। বিশ্বকাপের আগে নিজেদের পরখ করে নেওয়ার শেষ সুযোগও এটি।

বাংলাদেশ দলে আজ এসেছে তিনটি পরিবর্তন। দলে নাসুম আহমেদ, নুরুল হাসান ও তানজিম হাসানের পরিবর্তে আজ আছেন শরীফুল ইসলাম, শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন।

সিরিজ জেতার মিশনে নিজেদের একাদশেও তিনটি পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড। সফরকারীদের দল থেকে বাদ পড়েছেন বেন কালিৎজ, ব্যারি ম্যাকার্থি ও জশ লিটল। তাদের জায়গায় এসেছেন কার্টিস ক্যাম্ফার, ক্রেইগ ইয়াং ও বেন হোয়াইট।

বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড দল : পল স্টারলিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়াং, ম্যাথু হামফ্রিজ ও বেন হোয়াইট।