এবার আরেক আর্জেন্টাইনকে দলে ভেড়াতে চায় মেসির মায়ামি

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

ফরাসি ক্লাব পিএসজি থেকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দলে ভেড়ানোর পর ২০২৪ সালে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি অ্যাথলেতিকো মাদ্রিদ থেকে উড়িয়ে আনে আরেক আর্জেন্টাইন রদ্রিগো দি পলকে। এবার আরও এক আর্জেন্টাইন তারকার দিকে হাত বাড়িয়েছে এমএলএস চ্যাম্পিয়নরা। মেসির জাতীয় দল সতীর্থ জিওভানি লো সেলসোকে রিয়াল বেতিস থেকে নিয়ে আসতে চায় ইন্টার। তথ্য আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের।

প্রতিবেদন অনুযায়ী, ২৯ বছর বয়সী লো সোলসোকে পেতে প্রায় ৫০ লাখ ইউরো দাবি করতে পারে বেতিস। ২০২৪ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে রিয়াল বেতিসে যোগ দেন লো সেলসো।

মূলত, সার্জিও বুসকেতস ও জর্দি আলবার বিদায়ে তৈরি হওয়া শূন্যতা পূরণ করতেই নতুন খেলোয়াড়ের দিকে হাত বাড়িয়েছে ইন্টার মায়ামি। বাম প্রান্তের ডিফেন্ডার পজিশনে সার্জিও রেগিলন দায়িত্ব নিতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এবার মিডফিল্ডের শক্তি বাড়াতে তাদের প্রয়োজন লো সোলসোকে।

ইন্টার মায়ামির প্রকল্প মূলত লিওনেল মেসিকে ঘিরেই সাজানো। তারা এমন খেলোয়াড়দের আনতে চায়, যাদের সঙ্গে মাঠে ও মাঠের বাইরে মেসির বোঝাপড়া ভালো। সেই বিবেচনায় লো সেলসোকে আদর্শ বিকল্প হিসেবে দেখছেন কোচ হাভিয়ের মাসচেরানো।

যদিও লো সেলসো আক্রমণাত্মক ধাঁচের মিডফিল্ডার। তবে আর্জেন্টিনা জাতীয় দলে তিনি প্রায়ই কিছুটা নিচে নেমে রদ্রিগো দে পলের সঙ্গে খেলেন এবং ‘১০ নম্বর’ পজিশনটি ছেড়ে দেন মেসির জন্য। মায়ামিতেও একই ভূমিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ২০২৮ সাল পর্যন্ত রিয়াল বেতিসের সঙ্গে চুক্তিবদ্ধ লো সেলসো। তবে স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি, ইন্টার মায়ামির আগ্রহ বেশ স্পষ্ট এবং এর পেছনে রয়েছে এমএলএস শিরোপা ধরে রাখা ও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শক্ত অবস্থান ধরে রাখার প্রত্যয়।

বেতিসে ফিরে ২০২৪ সালে দারুণ শুরু করেছিলেন লো সেলসো। লা লিগা ও ইউরোপীয় প্রতিযোগিতা মিলিয়ে মাত্র তিন মাসে আটটি গোল করেন তিনি। তবে ২০২৫ সালের শুরুটা তার জন্য খুব একটা মসৃণ ছিল না। পেশির চোটের কারণে নিয়মিত একাদশে জায়গা হারাতে হয়। তবুও সুযোগ পেলে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করে দলের জন্য অবদান রেখেছেন তিনি; যেটা ইন্টার মায়ামি বিশেষভাবে খুঁজছে।