মার্কিন সামরিক খাতে প্রযুক্তি সহায়তা দিতে চীনা প্রকৌশলীদের কাজ বন্ধ রাখবে মাইক্রোসফট

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৪:১৭ পিএম

মার্কিন সেনাবাহিনীকে প্রযুক্তি সহায়তা দিতে চীনা প্রকৌশলীদের কাজ বন্ধ রাখার কথা জানিয়েছে মাইক্রোসফট। শুক্রবার (১৮ জুলাই) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়। বিশেষ করে অনুসন্ধানী সংবাদমাধ্যম প্রোপাবলিকাতে এটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকে মার্কিন সিনেট এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ পেন্টাগনের সঙ্গে মাইক্রোসফটের চুক্তির বিষয়টি দুই সপ্তাহের মধ্যে পর্যালোচনার নির্দেশ দেয়ার মধ্যেই এমন ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। খবর রয়টার্স

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর ক্লাউড কম্পিউটিং সিস্টেমে কাজ করার জন্য মাইক্রোসফট চীনের প্রকৌশলীদের ব্যবহার করে। এই কাজের তদারকির দায়িত্ব পায় যুক্তরাষ্ট্রের ডিজিটাল ইসকর্ট নামের একটি সহকারী-ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা জানায় মাইক্রোসফট যেসব প্রকৌশলীদের নিয়োগ দিয়েছিল তাদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি ছিল। ফলে চীনা প্রকৌশলীদের কাজ কোনো সাইবার নিরাপত্তা হুমকি তৈরি করছে কি না— তা মূল্যায়নের সক্ষমতা তাদের ছিল না।

মার্কিন সরকারের একটি প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান মাইক্রোসফট অতীতে চীন ও রাশিয়ার হ্যাকারদের দ্বারা সাইবার হামলার শিকার হয়েছে। প্রতিষ্ঠানটি প্রোপাবলিকাকে জানায়, অনুমোদন প্রক্রিয়ার সময় তারা তাদের কার্যপদ্ধতি যুক্তরাষ্ট্র সরকারকে জানিয়েছিল।

শুক্রবার মাইক্রোসফটের মুখপাত্র ফ্রাঙ্ক শ’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেছেন, ‘চলতি সপ্তাহের শুরুতে উদ্বেগ প্রকাশের প্রেক্ষিতে তারা যুক্তরাষ্ট্র সরকারের গ্রাহকদের সহায়তা প্রদানের পদ্ধতি পরিবর্তন করেছে। এখন থেকে পেন্টাগনের গৃহীত সেবার ক্ষেত্রে মাইক্রোসফট চীনা প্রকৌশলীদের ব্যবহার করবে না।

শুক্রবার এক্সে পোস্টকৃত এক ভিডিও বার্তায় পিট হেগসেথ বলেন, চীনা ভিত্তিক প্রকৌশলীরা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ক্লাউড সার্ভিসে কাজ না করার জন্য বিষয়টি নিয়ে আলোচনা করতে দুই সপ্তাহের সময় দেয়া হয়েছিল। শেষ পর্যন্ত ঘোষণা করছি, আমাদের ক্লাউড সার্ভিসে চীনা প্রকৌশলীরা আর যুক্ত থাকবে না। কারণ আমরা আমাদের সামরিক অবকাঠামো এবং অনলাইন নেটওয়ার্কে হুমকি প্রতিরোধে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি।