‘আগুন নিয়ে খেলছে ভারত’ হুশিয়ারি দিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী

ভারতের সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন, “ভারত আগুন নিয়ে খেলছে”। পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্রের ভেতরে হামলা চালিয়ে ভারত নিজেদের 'বিচারক, জুরি ও শাস্তিদাতা' হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলেও তিনি মন্তব্য করেন।
হিনা খার বলেন, "ভারতের এই পদক্ষেপ পুরোপুরি অযৌক্তিক, ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা পারমাণবিক শক্তিধর আরেকটি দেশের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে কোনো পরিণতির মুখোমুখি না হয়েই পার পেয়ে যাবে—এমন আত্মবিশ্বাস থেকে কাজ করছে।"
তিনি জানান, পাকিস্তান দীর্ঘদিন ধরেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের আগ্রাসন নিয়ে সতর্ক করে আসছিল। কিন্তু ভারতের এই পদক্ষেপ তা আরও এক ধাপ উসকে দিয়েছে। কাতারের রাজধানী দোহা বিমানবন্দর থেকে আল জাজিরার সঙ্গে কথা বলার সময় হিনা খার বলেন, ভারতীয় হামলার কারণে আকাশপথে বিঘ্ন ঘটায় তিনি পাকিস্তানে ফিরতে পারছেন না।
এদিকে ভারতের হামলার জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন যে, ভারতের অভ্যন্তরে চালানো একাধিক হামলার পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।
তিনি জানান, "সমস্ত ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমাতেই গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং পাকিস্তান বিমান বাহিনীর সব বিমান নিরাপদ রয়েছে।"
আইএসপিআরের তথ্যমতে, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর বর্তমানে তীব্র গোলাগুলি ও গুলি বিনিময়ের ঘটনা ঘটছে।
জিও নিউজ-এর বরাতে পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভূপাতিত হওয়া পাঁচটি যুদ্ধবিমানের মধ্যে রয়েছে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান।
এই ঘটনার ফলে ভারত-পাকিস্তানের মধ্যকার পারমাণবিক উত্তেজনা নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।