সিরিয়া-লেবাননে হামলা চালালো ইসরায়েল

মধ্যপ্রাচ্যের দুই দেশ সিরিয়া ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে চলমান অভিযানের অংশ হিসেবে দেশটির সুয়াইদায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা লেবাননেও হামলা চালিয়েছে। লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালিতে হিজবুল্লাহর বিভিন্ন টার্গেটে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই এক্সে দেয়া পোস্টে বলেছেন, বেকাতে হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে আইডিএফ।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, লেবাননে চলমান ইসরায়েলি সামরিক হামলা হিজবুল্লাহর প্রতি একটি স্পষ্ট বার্তা। এছাড়া নেতানিয়াহু ও কাটজ সিরিয়ায় ইসরায়েলি হামলার বিষয়টিও নিশ্চিত করেছেন। এক যৌথ বিবৃতি জারি করে তারা বলেছেন, ড্রুজদের বিরুদ্ধে সরকারের কার্যকলাপের বিরুদ্ধে সুওয়াইদায় সরকারি বাহিনী এবং অস্ত্র লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে, বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ড্রুজদের রক্ষা করার অজুহাতে ইতোমধ্যেই দখলকৃত গোলান হাইটসের বাইরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সিরিয়ায় আক্রমণ চালিয়ে যাচ্ছে।
এর বাইরে গাজাজুড়ে আগ্রাসন অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। উপত্যকায় কমপক্ষে ৭৮ জন ফিলিস্তিনিকে হত্যার একদিন পরও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫৮ হাজার ৩৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও এক লাখ ৩৯ হাজার ৭৭ জন মানুষ।