একই গাড়িতে চড়ে ৪৫ মিনিটের যাত্রায় কী কথা হলো মোদি ও পুতিনের

চীনের তিয়ানজিনে এসসিও সম্মেলনের পর দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে সোমবার (০১ সেপ্টেম্বর) একই গাড়িতে চড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এনডিটিভি
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পুতিনের সঙ্গে ছবি শেয়ার করে মোদি বলেন, এসসিও সম্মেলনের কার্যক্রম শেষে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভেন্যুতে পৌঁছাতে একসঙ্গে যাচ্ছি। তার সঙ্গে আলোচনা সব সময় বিশেষ গুরুত্ব বহন করে।
একটি সূত্র জানায়, এসসিও সম্মেলনের বৈঠক শেষে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য রিটজ-কার্লটন হোটেল যেতে এক সঙ্গে যাতায়াতের আগ্রহ প্রকাশ করেন পুতিন। এজন্য তিনি প্রায় ১০ মিনিট অপেক্ষাও করেন।
মোদিকে নিয়ে নিজের গাড়িতে করে ৪৫ মিনিট যাত্রা শেষে দ্বিপাক্ষিক আলোচনার ভেন্যুতে পৌঁছান পুতিন। এ সময় তারা নিজেদের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন। সূত্রটি আরও জানায়, এরপর এই দুই নেতার মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রেসিডেন্ট পুতিনের এই পদক্ষেপ খুবই তাৎপর্য বহন করে, কারণ এটি এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে রাশিয়ার থেকে ভারতের তেল আমদানির ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, তেল কেনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ সহযোগিতা করছে নয়াদিল্লি। এর ফলে গত মাসে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ এবং এর মাধ্যমে ওই জ্বালানি ক্রয়ের জন্য ভারতকে শাস্তি দেওয়া হয়।
মার্কিন চাপ সত্ত্বেও, ভারত মস্কোর সঙ্গে তার তেল বাণিজ্য বন্ধ করেনি এবং জানিয়েছে যে তার জ্বালানি আমদানির নীতি জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত। নয়াদিল্লি মার্কিন শুল্ক আরোপকে “অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য” বলেও অভিহিত করেছে।