আমি শিবের ভক্ত, প্রয়োজনে বিষও গিলে ফেলবো: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি ভগবান শিবের ভক্ত, তাই বিরোধীদের কটূক্তিকেও বিষের মতো গিলেও তা সহ্য করবেন। রোববার (১৪ সেপ্টেম্বর) আসামের দারাং জেলায় এক জনসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমি জানি, কংগ্রেসের পুরো ইকোসিস্টেম আমাকে নিশানা করবে এবং বলবে, মোদি আবারও কাঁদছে। কিন্তু আমি শিবের ভক্ত। শিব যেমন বিষ গিলে গেছেন, আমিও সব বিষ মধুর মতো হজম করে নেব। জনগণই আমার ভগবান, তারাই আমার রিমোট কন্ট্রোল।”
বক্তব্যে মোদি সাম্প্রতিক এক এআই-নির্ভর ভিডিও নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন, যেখানে তার প্রয়াত মা হীরাবেন-কে ঘিরে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তিনি বলেন,
“আমাকে শুধু নয়, আমার মা—যিনি গত হয়েছেন তাকেও ছেড়ে দিচ্ছে না কংগ্রেস। কিন্তু আমি সহ্য করব। কারণ, জনগণের প্রতি আমার দায়বদ্ধতা সবচেয়ে বড়।”
প্রধানমন্ত্রী মোদির ‘রিমোট কন্ট্রোল’ মন্তব্য নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। অতীতে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে একই ভাষা ব্যবহার করে তিনি তীব্র সমালোচনা করেছিলেন। এবার নিজেকে জনগণের ‘রিমোটচালিত নেতা’ বলে উল্লেখ করে মোদি বললেন, “আমার কোনো পরিবারতন্ত্র নেই, কোনো রিমোট নেই। জনগণই আমার একমাত্র নির্দেশক।”
সমাবেশে মোদি অভিযোগ করেন, কিংবদন্তি সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকাকে ভারতরত্ন দেওয়ার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক বিদ্রূপাত্মক মন্তব্য করেছিলেন। তিনি বলেন, “যেদিন হাজারিকাকে ভারতরত্ন দেওয়া হলো, সেদিন কংগ্রেস বলেছিল, মোদি এখন গায়ক-নৃত্যশিল্পীদের পুরস্কার দিচ্ছে। এই মানসিকতা আসামের সংস্কৃতিকে অপমান করার শামিল।”
তবে, এ মন্তব্যে পরে খাড়গে ব্যাখ্যা দিয়ে বলেন, ভূপেন হাজারিকা দেশের গর্ব, এবং তার সৃষ্টিশীলতা ছিল অসাধারণ।
প্রধানমন্ত্রী তার ভাষণে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু-র ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধ-পরবর্তী মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, “নেহরু বলেছিলেন, উত্তর-পূর্বের মানুষের ক্ষত এখনও শুকায়নি। আজকের কংগ্রেস প্রজন্ম সেই ক্ষতের ওপর লবণ ছিটাচ্ছে।”
তিনি আরও বলেন, “দশকের পর দশক কংগ্রেস আসামে শাসন করেছে। অথচ ৬০ বছরে তারা ব্রহ্মপুত্রের ওপর মাত্র তিনটি সেতু বানাতে পেরেছে। আমরা মাত্র এক দশকে ছয়টি সেতু বানিয়েছি।”
উত্তর-পূর্বাঞ্চলের আসাম, মণিপুর ও বিহারে চলমান রাষ্ট্রীয় সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আসামের সমাবেশে তিনি কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।