প্যারোলে মুক্তি পেলে পাক-আফগান সংঘাত সমাধানের প্রস্তাব ইমরান খানের

প্যারোলে মুক্তি পেলে করবেন পাক-আফগান সংঘাতের সমাধান। এমন প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সাবেক প্রধানমন্ত্রীর এ প্রস্তাবের কথা জানান, তার রাজনৈতিক দল তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান, ব্যারিস্টার গোহার আলি খান।
বুধবার (১৫ অক্টোবর) আদিয়ালা জেলে তার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাবেক প্রধানমন্ত্রীর এ বার্তা সম্পর্কে জানান তিনি।
এ যুক্তির স্বপক্ষে আরও মত দেন ইমরান খানের বোন নোরিন নিয়াজি।তিনি জানান, দীর্ঘ কয়েক দশক ধরে আফগান শরণার্থীদের আশ্রয় দেয়ার পর, তাদের প্রত্যাবাসনে যথেষ্ট ব্যথিত হন সাবেক প্রধানমন্ত্রী। তাই এ দফায় দু'দেশের মাঝে চলমান সংঘাত থামাতে চান তিনি।
অপরদিকে, আলোচনা ও রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমেই একমাত্র শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।