ইউক্রেনের ১২১ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া, নিহত ৪

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম

ছবি: সংগৃহীত

রাশিয়ার একের পর এক হামলায় আবারও রক্তাক্ত হলো ইউক্রেন। শুক্রবার দিবাগত রাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়া দাবি করেছে- তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এক রাতেই ইউক্রেনের পাঠানো ১২১টি ড্রোন ভূপাতিত করেছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, শনিবার ভোরে কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। তিনি বলেন, “রাতজুড়ে আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, কয়েকটি ভবনে আগুন লেগেছে।”

এ ছাড়া, পূর্ব-মধ্য ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে পৃথক এক হামলায় আরও দুজন নিহত হয়েছেন। ভারপ্রাপ্ত গভর্নরের বরাতে জানা গেছে, ওই হামলায় আবাসিক ভবন ও একটি গাড়ি ধ্বংস হয়েছে।

অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন অঞ্চলের আকাশে ইউক্রেনের পাঠানো ১২১টি স্থির-ডানাযুক্ত ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। এর মধ্যে ২০টি রোস্তভে, ১৯টি ভলগোগ্রাদে, ১৭টি ব্রায়ানস্কে, ১২টি কালুগায়, ১১টি স্মলেনস্কে, ৯টি বেলগোরদে এবং ৭টি সরাসরি মস্কোর দিকে যাচ্ছিল।

হামলার কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি পশ্চিমা মিত্রদের কাছে দূরপাল্লার অস্ত্র সহায়তা চেয়েছিলেন। বিশ্লেষকদের মতে, সেই বক্তব্যের পরপরই রাশিয়ার নতুন হামলা প্রতিশোধমূলক পদক্ষেপ হতে পারে।