ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন পাকিস্তানের স্পিকার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্করের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এ নিয়ে তিনি পাকিস্তানি গণমাধ্যমে বিস্তারিত মন্তব্য করেছেন।
বুধবার পাকিস্তানের বেসরকারি টেলিভিশন জিও টিভির টকশো ‘আজ শাহজাইব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে অংশ নিয়ে সরদার আয়াজ সাদিক বলেন, জানাজা উপলক্ষে বাংলাদেশ সফরে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরা ঢাকায় পৌঁছানোর পর জাতীয় সংসদ ভবনের অভ্যর্থনা কক্ষে একত্র হন। সেখানেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তার সাক্ষাৎ ও সংক্ষিপ্ত কথাবার্তা হয়।
পাকিস্তানের স্পিকার জানান, তিনি তখন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে কথা বলছিলেন। এ সময় জয়শঙ্কর এগিয়ে এসে তাকে শুভেচ্ছা জানান এবং নিজের পরিচয় দেন। এরপর তিনি যখন নিজের পরিচয় দিতে যাচ্ছিলেন, জয়শঙ্কর তাকে বলেন— পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, তিনি তাকে আগে থেকেই চেনেন।
সরদার আয়াজ সাদিক আরও বলেন, সাক্ষাতের সময় জয়শঙ্কর যখন হাত মেলাতে এগিয়ে আসেন, তখন দেশি-বিদেশি গণমাধ্যমের ক্যামেরা ও সাংবাদিকদের তৎপরতা বেড়ে যায়। তার মতে, এ বিষয়টি সম্পর্কে জয়শঙ্কর পুরোপুরি সচেতন ছিলেন এবং মিডিয়ার উপস্থিতি মাথায় রেখেই তিনি কথা বলেছেন ও আচরণ করেছেন।