কুমিল্লার দাউদকান্দিতে ছাত্র-জনতার গণমিছিলে বাধা দিয়েছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল শুরু করেন শিক্ষার্থীরা।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করে। মিছিলটি মহাসড়ক দিয়ে টোলপ্লাজার দিকে যেতে থাকে। পরে বলদাখাল ইউটার্ন পৌঁছালে মিছিলটি আটকে দেয় পুলিশ। আন্দোলনকারীরা পুলিশ ও ছাত্রলীগকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে তারা পিছু হটে।
পুলিশের বাধার মুখে পড়ে পুনরায় মিছিলটি আবার বিশ্বরোড আসলে ছাত্রলীগের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীসহ অন্যরা, ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে।
পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার ওসি মো. মোজাম্মেল হকসহ পৌর মেয়র নাইম ইউসুফ সেইন এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার, আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করেন। পরে দূরের শিক্ষার্থীদের পুলিশ পাহারায় দুটি বাসে করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।