বুধবার, ১২ মার্চ ২০২৫
বুধবার, ১২ মার্চ ২০২৫

বঞ্চিতদের তোপের মুখে সায়লা ফারজানা, সচিবালয় ছাড়লেন পুলিশি পাহারায়

বঞ্চিতদের তোপের মুখে সায়লা ফারজানা, সচিবালয় ছাড়লেন পুলিশি পাহারায়

প্রকাশ:

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কয়েক দিনের ধারাবাহিকতায় গতকাল সোমবারও সারা দিন জনপ্রশাসন মন্ত্রণালয় ছিল উত্তপ্ত। পদোন্নতিবঞ্চিতরা দফায় দফায় মহড়া দিয়েছেন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের বিভিন্ন কক্ষে ও বারান্দায়।

বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়তে বাধ্য হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অভ্যন্তরীণ ও নবনিয়োগ অধিশাখা) সায়লা ফারজানা। পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রাখেন।

পরে অতিরিক্ত সচিব (প্রশাসন) তাঁকে উদ্ধার করে পুলিশি পাহারায় গাড়িতে তুলে দেন। এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরও দুই অতিরিক্ত সচিবকে শেখ হাসিনার ‘দালাল’ বলে স্লোগান দেন বঞ্চিতরা।

বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম তাঁর স্বামী।

এর আগে গত রোববার নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগে নতুন অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই অনুবিভাগের প্রধান হিসেবে আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে পদায়ন করা হয়েছে। বিসিএস ১৭ ব্যাচের এই কর্মকর্তা কয়েক মাস আগেই অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান। ক্ষমতাচ্যুত সরকারের আমলে পদোন্নতি পাওয়া কর্মকর্তার পদায়নে বঞ্চিতরা বিক্ষোভ দেখান। এর আগে এ পদে থাকা অতিরিক্ত সচিব নাজমুছ সাদাত সেলিমকে ওএসডি করা হয়।

জানতে চাইলে পদোন্নতিবঞ্চিত সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বঞ্চিতদের অনেকেই মন খারাপ করেছেন, সেটা হতেই পারে। তবে আমরা নতুন এপিডির প্রতিই আস্থা রাখতে চাই। এপিডি যিনিই হোন, আমাদের গত ১৬ বছরে বঞ্চনা দূর করে দিলেই হলো। আমরা দাবি জানিয়েছি, বঞ্চিতদের তাঁদের ব্যাচমেটদের সঙ্গে ভূতাপেক্ষ পদোন্নতি দিতে হবে। আমরা আশাবাদী, বর্তমান সরকার আমাদের দাবি বিবেচনা করবে।’

এদিকে নিয়োগ পেয়েই বঞ্চিতদের পদোন্নতি ফাইল ও উপদেষ্টাদের একান্ত সচিব (পিএস) নিয়োগ নিয়ে কার্যক্রম শুরু করেছেন। গতকাল বিকেল ৫টায় এপিডি অনুবিভাগের কর্মকর্তাদের নিজের রুমে ডেকে নিয়ে রুম বন্ধ কর দেন। এ সময় তিনি রুম থেকে বঞ্চিত কর্মকর্তাদের বের হওয়ার অনুরোধ জানান। তিনি আজকের পত্রিকাকে বলেন, বঞ্চিত সব কর্মকর্তার প্রতি ইনসাফ করা হবে।

নতুন সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের এও-পিওরা ৬ দফা দাবি জানিয়েছেন। এগুলো বাস্তবায়নের দাবিতে তাঁরা সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেছেন। তাঁরা সাংবাদিকদের কাছে ছয় দফা তুলে ধরেন।

দাবির মধ্যে রয়েছে—সচিবালয়ে নিয়োজিত সব প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করে ‘উপসহকারী সচিব’ পদনাম দিতে হবে। বিদ্যমান আইনানুযায়ী ৭ বছরে ফিডার হওয়ার সঙ্গে সঙ্গে পদোন্নতি দিয়ে ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে। ১১-১৬ গ্রেডের কর্মচারীদের পদনাম ‘অতিরিক্ত উপসহকারী সচিব’ করতে হবে। ১৭-২০ গ্রেডের কর্মচারীদের পদনাম ‘সাচিবিক সহায়ক’ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ ইসি সানাউল্লাহর

প্রবাসীদের ভোটদানের জন্যে পোস্টাল ব্যালট কার্যকরী নয়। এ কারণে...

উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ড. এম আমিনুল ইসলাম, কাল শপথউপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ড. এম আমিনুল ইসলাম, কাল শপথ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. এম...

পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়: নাহিদ ইসলাম

পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব...

ইউক্রেনে সামরিক সহযোগিতা বন্ধ করলেন ট্রাম্প

এবার সাময়িক সময়ের জন্য ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ...