ভারতের মতো অতিরিক্ত শুল্ক আরোপ হতে পারে চীনের ওপর: ট্রাম্প

রাশিয়া থেকে তেল ক্রয়ের জেরে ভারতের মতোই অতিরিক্ত শুল্কের খড়গ পড়তে পারে চীনের ওপর। এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
গতকাল ওভাল অফিসে সংবাদ সম্মেলনে ট্যারিফ ইস্যুতে প্রশ্নের মুখোমুখি হন তিনি। সেসময় সাংবাদিকরা তাকে মনে করিয়ে দেন, ভারত ছাড়াও আরও ক্রেতা রয়েছে রাশিয়ার তেলের। উদাহরণ হিসেবে উল্লেখ করেন চীনের কথা। যারা আরও বেশি তেল ক্রয় করে মস্কোর কাছ থেকে।
ভারতের মতো তাদের ওপরও অতিরিক্ত ট্যারিফ দেয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে সম্ভাবনা রয়েছে বলে জানান ট্রাম্প। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।