চাল আমদানি হলেও বাজারে প্রভাব নেই

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০২:৫৭ পিএম

ভারত থেকে চাল আসছে। রাজধানীর বাজারেও এসেছে আমদানি করা নাজিরশাইল। তাতে কিছুটা বেড়েছে সরবরাহ। কিন্তু উচ্চমূল্যেই স্থির রয়েছে চালের বাজার।

মূলত এক মাসের বেশি সময় ধরেই চালের দামে ঊর্ধ্বগতি। মোটা, মাঝারি ও সরু চালের দাম এ সময় কেজিপ্রতি বৃদ্ধি পেয়েছে ৫ থেকে ৮ টাকা। সরবরাহ কম, এই দোহাই দিয়ে বাড়িয়ে দেয়া হয় দাম। এতে বিপাকে পড়ে সীমিত আয়ের মানুষ।

এ অবস্থায় বাজার বাগে আনতে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। কমিয়ে দেয়া হয় আমদানি শুল্কও। ভারত থেকে এরই মধ্যে দেশে ঢুকেছে চাল। বিশেষ করে নাজিরশাইল চাল এসেছে বেশি। কারওয়ান বাজারেরও দেখা মিলছে ভারতীয় চাল।

বাজারে অবশ্য ভারতীয় স্বর্ণা ও মিনিকেট চাল দেখা যায়নি। ফলে আমদানি করা চালের যোগান কম থাকায় দেশীয় চালের বাজার এখনও চড়া।

এদিকে, দাম নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানের তদারকি নেই। ফলে চালের বাজার নিয়ে ভোক্তার হা-হুতাশ বাড়ছে।