অনুমতি না নিয়েই ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পিএম

ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনও সম্মতি নেয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকে এ তথ্য জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আধা ঘণ্টা আগে জেনেছি তারা তেলের দাম বাড়িয়েছে। এভাবে তারা সামগ্রিক একত্রিত হয়ে তেলের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর কোনো আইনগত ভিত্তি নেই। বাণিজ্য মন্ত্রণালয় আলোচনা করে ঠিক করবে কি করা যায়।

তিনি বলেন, তারা যে দামে আজকে তেল বিক্রি করছে তার থেকে ২০ টাকা কমে বাণিজ্য মন্ত্রণালয় তেল কিনতে পারছে। সুতরাং ২০টাকা বাড়তি দামে তেল বিক্রি যৌক্তিক নয়। বাণিজ্য মন্ত্রণালয় পদক্ষেপ নেবে এ বিষয়ে। আইনগত যা ব্যবস্থা আছে নেয়া হবে। এর আগেও তারা দাম বাড়িয়েছিল। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এতে একমত পোষণ না করায় দাম বাড়েনি।

উপদেষ্টা আরও বলেন, যদি দাম বাড়ানোর যৌক্তিক কারণ থাকে সেটি নিয়ে আলোচনা হতে পারে। সরবরাহ বিঘ্নিত করতে চায় না সরকার। অযৌক্তিক কিছু মানবে না বাণিজ্য মন্ত্রণালয়। রোজা সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের ভালো প্রস্তুতি আছে। আমদানির জন্য গতবারের চেয়েও এবার বেশি ঋণপত্র খোলা হয়েছে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম বাড়ানো আইনগত বৈধ নয়। এছাড়া কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানো হলে সেটা অন্যায়। এক্ষেত্রে আইনের ব্যতয় ঘটেছে। সরকার নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং আরেও বাড়ানো উচিত।

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৮৯ টাকা থেকে দাম বাড়িয়ে ব্যবসায়ীরা ১৯৮টাকা বিক্রি করছে বাজারে। যদিও মঙ্গলবারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে লিটারে ১৭৯ টাকা দামে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির জন্য ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনেছে।