ঘরের অন্ধকারেই জ্বলে উঠছে সোনালি আলো, কী এই গ্লোয়িং ওয়াটার রহস্য

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০২:৫৪ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ঝলমলে হলুদ পানির একটি চমকপ্রদ ট্রেন্ড এখন রীতিমতো ভাইরাল। ঘরের ফোনের ফ্ল্যাশলাইট, এক গ্লাস পানি আর এক চিমটি হলুদ মিশিয়ে সৃষ্টি হচ্ছে এক অপূর্ব দীপ্তিময় দৃশ্য, যা দেখে মোহিত হয়ে পড়ছে শিশুদের সঙ্গে বড়রাও!

টারমারিক গ্লো: কী এই গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড?

এই ট্রেন্ডটির সূচনা হয়েছে টিকটক থেকে, কিন্তু এখন তা ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপসহ নানা মাধ্যমে। তৈরি করতেও খুব সহজ:

1. আপনার ফোনের ফ্ল্যাশলাইট অন করে তা টেবিলের ওপর ফেস-আপ করে রাখুন
2. তার ওপর রাখুন স্বচ্ছ কাঁচের গ্লাসে পানি
3. রুমের আলো বন্ধ করুন
4. এবার এক চিমটি হলুদ (বা ভিটামিন বি২ ক্যাপসুল গুঁড়া করে) পানিতে মেশান

ব্যস! গ্লাসের ভেতর সোনালি আলোয় ঝলমলে হয়ে উঠবে পানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, এই দৃশ্য দেখে শিশুরা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, হেসে ওঠে খুশিতে। পরিবারের সদস্যদের একসঙ্গে সময় কাটানোর জন্য এটা হয়ে উঠেছে এক মজার, বৈজ্ঞানিক ও স্ক্রিন-মুক্ত উপায়।

কেন এত জনপ্রিয় হয়ে উঠছে?

এই ট্রেন্ডের মূল আকর্ষণ হল শিশুদের প্রতিক্রিয়া। বহু ভিডিওতে দেখা গেছে- শিশুরা বিস্ময় নিয়ে দেখছে, কেউ কেউ আবার উল্লাস করছে আনন্দে। এটিই মন জয় করে নিচ্ছে নেটিজেনদের। অনেকে এই ট্রেন্ডকে মিউজিকসহ উপস্থাপন করছেন, আবার কেউ কেউ ‘হলুদের ঘাটতি আসছে’ এমন মজার মিমও বানাচ্ছেন।

টারমারিক ছাড়াও আরও বিকল্প : ভিটামিন বি২ দিয়ে গ্লো

কেউ কেউ হলুদের বদলে ব্যবহার করছেন ভিটামিন বি২ (রিবোফ্লাভিন)-যেমন 'বেকোসুলস' ক্যাপসুল। UV আলোতে রিবোফ্লাভিন পানিতে এক ধরনের উজ্জ্বল হলুদ-সবুজ আলো তৈরি করে।

বাচ্চাদের শেখার জন্য মজাদার উপায়

৪ বছর বা তার ঊর্ধ্বে বয়সী শিশুদের (অবশ্যই প্রাপ্তবয়স্কদের তত্ত্বাবধানে) জন্য এটা হতে পারে:

1. বৈজ্ঞানিক কৌতূহল জাগানোর একটি উপায়
2. আলো ও রঙ বোঝার শিক্ষামূলক খেলা
3. স্ক্রিনমুক্ত বিনোদন
4. পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধির উপায়
তবে মনে রাখবেন-এই পানি শুধুই দেখার জন্য, এটি খাওয়া যাবে না।

সোশ্যাল মিডিয়ার আলো ঝলমলে ট্রেন্ড

এই ট্রেন্ড আবার প্রমাণ করল, সব আনন্দের জন্য প্রযুক্তির দরকার হয় না-ঘরে থাকা সাধারণ উপকরণই হয়ে উঠতে পারে আনন্দ আর আবিষ্কারের উৎস।

আপনিও চাইলে আজ রাতেই চেষ্টা করে দেখতে পারেন এই ‘টারমারিক গ্লো’। আর যদি আপনার ছোট্ট সন্তান হেসে ওঠে আনন্দে, তাহলে ভিডিও করে রাখুন-আপনিও ভাইরাল হয়ে যেতে পারেন!