বিয়ের আগে হবু সঙ্গীকে অবশ্যই এই ৪ প্রশ্ন করুন

বিয়ে—জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রেমের বেলায় মানুষ সাত-পাঁচ না ভাবলেও বিয়ের ব্যাপারে খুব সচেতন থাকেন। মনের মতো জীবনসঙ্গী না হলে বিবাহিত জীবন হয় ঝামেলায় ভরপুর।
বিয়ের মতো একটি সম্পর্কে জড়ানোর আগে সবকিছু ভালোভাবে জেনে নেওয়া জরুরি। তাহলে বিবাহিত জীবনের সম্পর্ক মজবুত হয়। পারস্পরিক বোঝাপড়া হয় দৃঢ়। সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করেন, বিয়ের আগে হবু জীবনসঙ্গীর সঙ্গে কিছু বিষয়ে আলোচনা করে নেওয়া উচিত। তাহলে পরবর্তীতে ভুল বোঝাবুঝির আশঙ্কা কম থাকে। চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নিই-
১. সাধারণ জীবনযাপন না বড়লোক হওয়ার ইচ্ছে?
বিয়ের আগে অবশ্যই এ ব্যাপারে জেনে নিন। হয়তো আপনি সাদামাটা, সাধারণ জীবনযাপনে বিশ্বাসী কিন্তু সঙ্গী চান বিলাসবহুল জীবন। দুজন দুই মেরুর মনোভাবের হলে সংসার করতে বেশ ঝামেলা হতে পারে। হবু জীবনসঙ্গী কীভাবে খরচ করেন, কতটুকু সঞ্চয় করেন, কোনো ঋণ আছে কি না— এসব নিয়ে খোলামেলা আলোচনা করে নেওয়া উচিত।
২. সন্তান চাই?
হ্যাঁ, সন্তানের বিষয়ে বিয়ের আগেই আলোচনা করে নেওয়া উচিত। সাধারণত সবাই ই সন্তান গ্রহণে ইচ্ছুক থাকেন। তবে কেউ কেউ সন্তান নিতে চান না। আবার সন্তান ধারণে সমস্যা হলে কী সিদ্ধান্ত নেবেন সেটিও আগেই জেনে নেওয়া উচিত। এতে ভবিষ্যতে ঝামেলা কম হয়।
৩. সন্তান পালন নিয়ে মত কী?
শুধু সন্তান গ্রহণের বিষয়ে জানলে হবে না, দুজনে চাকরিজীবী হলে ভবিষ্যতে সন্তান লালন-পালনের দায়িত্ব কে নেবেন— এ বিষয়েও স্পষ্ট ধারণা রাখা উচিত। স্ত্রীকে সন্তান জন্মদানের পর বাড়িতেই থাকতে হবে নাকি স্বামীও সমান দায়িত্ব নেবেন? বিয়ের আগেই এসব বিষয়ে আলোচনা করে নিন।
৪. বিয়ের গুরুত্ব কতটুকু?
বিয়ের সংজ্ঞা একেক জনের কাছে একেকরকম। কেউ কেউ এটিকে দুজনের পার্টনারশিপ মনে করেন। আবার কারো কারো কাছে বিয়ে একটি সামাজিক বন্ধন বা আইনি বন্ধন ছাড়া কিছুই নয়। কার কী প্রত্যাশা বিয়ে নামক সম্পর্ক থেকে, তা আগেই জানা থাকলে ভবিষ্যতে অনভিপ্রেত জটিলতা এড়ানো যায়।
সুখী দাম্পত্যের জন্য প্রস্তুতি থাকা উচিত আগে থেকেই
বিশেষজ্ঞদের মতে, কোনো দাম্পত্যই 'ডিভোর্স-প্রুফ' নয়। কিন্তু বিয়ের আগে এসব প্রশ্ন করলে, অনেক ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, বা মানসিক দূরত্ব এড়ানো সম্ভব। দুজন দুজনকে ভালোভাবে জেনে এরপর বিয়েতে জড়ান। এতে সম্পর্কের ভিত মজবুত হয়।