নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রমিকের জীবনমান উন্নয়ন অপরিহার্য: প্রধান উপদেষ্টা

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৫, ০৩:৪৩ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

শ্রমিকদের বর্তমান জীবনমান পরিবর্তন না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বৈষম্যহীন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শ্রমিকদের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।

বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউনূস বলেন, “ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সৃষ্টি করেছিল। কিন্তু শ্রমিকদের জীবনমান আগের মতোই থাকলে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না।” তিনি এ সময় শ্রমিকদের ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “দেশ গড়ার আন্দোলনে শ্রমিকদের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “শ্রমিক-মালিক সুসম্পর্ক ছাড়া উৎপাদন ও অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে একটি আত্মনির্ভরশীল ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ জন শ্রমিক পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ।