রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১
রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। কলেজের সামনে ফাঁকা এলাকা থেকে দুর্বৃত্তরা গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
নিহত ওই ব্যক্তির নাম তারিক সাইফ মামুন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছেন মামুন। কিছুক্ষন পরই মাস্ক ও ক্যাপ পরা দু'জন দুর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। প্রধান সড়ক থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেও রেহাই পাননি মামুন।
পরিচয়পত্র থেকে জানা যায়, নিহতের বাবার নাম এসএম ইকবাল। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকায়।
স্থানীয়রা তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং পরে ঢামেকে নেয়া হলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একইসাথে, দুর্বৃত্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।