দলের হয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন, আস্থার প্রতিদান দিতে প্রস্তুত

এশিয়া কাপের ফাইনাল খেলতে না পারায় দলের পক্ষ থেকে ভক্ত সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। খুব শীঘ্রই সমর্থকদের আস্থার প্রতিদান দেবেন বলেও আশার কথা শোনান তিনি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যম ভেরিফায়েড ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ দলের এ অধিনায়ক।
লিটন দাস পোস্টে লিখেছেন, এশিয়া কাপ ২০২৫-এ দল হিসেবে আমাদের সেরাটা দিয়েছি। ফাইনালে খেলা এবং জেতাই ছিল আমাদের চূড়ান্ত লক্ষ্য। কিন্তু দুঃখজনকভাবে আমরা সেটা করতে পারিনি। সেজন্য সব বাংলাদেশি ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।
তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে চোটের কারণে শেষ দুইটি ম্যাচে খেলতে না পারা খুবই কষ্টকর ছিল। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও অংশ নিতে পারবো না। সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি—এটি আমাকে অনেক দিন কষ্ট দেবে।
পোস্টের শেষে অধিনায়ক সমর্থকদের প্রতি আশার বানি শুনিয়ে তিনি বলেন, সবার শেষে, টুর্নামেন্ট জুড়ে আপনাদের যে বিপুল সমর্থন পেয়েছি, তার জন্য প্রতিটি সমর্থককে জানাই আন্তরিক ধন্যবাদ। একজন ক্রীড়াবিদ হিসেবে আমরা সত্যিই ভাগ্যবান যে আমাদের বিশ্বের সেরা ভক্তরা আছে। আশা করি, খুব শীঘ্রই আমরা আপনাদের সেই মূল্যবান সমর্থনের যথাযথ উত্তর দিতে পারবো।
উল্লেখ্য, এবারের এশিয়া কাপে সুপার ফোরে উঠে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার সম্ভবনা জাগায়। তবে ভারত ও পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় টাইগারদের। এতে করে ভক্ত সমর্থকরা সামাজিকমাধ্যমে খেলোড়ায়দের সমালোচনা করেন।
প্রসঙ্গত, আফগানিস্তানের সঙ্গে আগামী ২, ৩ ও ৫ই অক্টোবর শারজাহতে হবে টি-টোয়েন্টি সিরিজটি।