আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড
সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ--আয়ারল্যান্ড। মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শিরোপা-নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
সিরিজ ১-১ এ সমতায় থাকায়, আজকের ম্যাচটি অলিখিত ফাইনাল। সেই সাথে আয়ারল্যান্ড, বাংলাদেশ দুই দলের জন্য সিরিজটা বিশ্বকাপ প্রস্তুতির অংশ। এরইমধ্যে, আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশের সম্ভাব্য শেষ একাদশ।
এই ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে এসেছে পরিবর্তন। ফিরেছেন শামিম পাটোয়ারি। সিরিজ নির্ধারনি হলেও, শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে আসবে পরিবর্তন। তবে তৃতীয় ম্যাচটি ডে ম্যাচ হওয়ায় দুই দলেকই গেম প্লানটা কিছুটা নতুন করে সাজাতে হবে।