বুধবার, ১২ মার্চ ২০২৫
বুধবার, ১২ মার্চ ২০২৫

সাইফকে নিয়ে টানাটানি দীপিকা ও কারিনার

সাইফকে নিয়ে টানাটানি দীপিকা ও কারিনার

প্রকাশ:

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বলেছেন, প্রেমিকের সঙ্গে সব ছবিতেই অভিনয় করার ইচ্ছে খুবই অবান্তব। পরিচালক সব দিক বিবেচনা করে, আর ভেবেচিন্তে চরিত্রের জন্য উপযুক্ত অভিনেতাকেই বেছে নেন বলেও জানান তিনি।

এর আগে ২০০৯ সালে সাড়া ফেলেছিল ইমতিয়াজ আলির সিনেমা ‘লাভ আজকাল’। এ ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন ও বাংলার নবাব সাইফ আলি খান। এ ছবিতে তাদের রসায়নও মনে ধরেছিল সিনেমাপ্রেমীদের। কিন্তু এ ছবিতে অভিনয় করতে না পারায় আক্ষেপ ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর। তা নিয়ে বিতর্কও কম হয়নি। সেই সময় সাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন কারিনা।

দীপিকা অভিনীত চরিত্রটি হাতছাড়া হওয়ায় গণমাধ্যমেও ক্ষোভ উগরে দিয়েছিলেন কারিনা কাপুর। এমনকি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও এ কথা বলেছিলেন তিনি। বিষয়টি সেই সময় ভালোভাবে নেননি ছবির পরিচালক ইমতিয়াজ।

পরে এক সাক্ষাৎকারে কারিনার আক্ষেপে দীপিকা মন্তব্য করেছিলেন— আমি এ বিষয় কিছুই জানি না। সাইফের সঙ্গেও এ নিয়ে আমার কোনো কথা হয়নি। কিন্তু আমি জানি, এ চরিত্রের জন্য ইমতিয়াজ বরাবর আমাকেই চেয়েছিলেন। তাই সেটিই হয়েছে।

দীপিকা আরও বলেন, প্রেমিকের সঙ্গে সব ছবিতেই অভিনয় করার ইচ্ছা খুবই অবান্তব। পরিচালক সব দিক ভেবেচিন্তে চরিত্রের জন্য উপযুক্ত অভিনেতাদের বেছে নেন। এ অভিনেত্রী বলেন, আমি কখনই আশা করি না, যে ছবিতেই অভিনয় করব, সেখানে আমার প্রেমিককে সহ-অভিনেতা হিসাবে পাব। এটি হাস্যকর। অভিনেতা হিসাবে আমাকে বহু মানুষের সঙ্গে কাজ করতে হবে। পরিচালক তার চরিত্রের কথা মাথায় রেখেই অভিনেতা নির্বাচন করেন। তাই আমার সব ছবিতেই সহ-অভিনেতা হিসাবে আমি প্রেমিককেই পাব— এই ভাবনা খুবই হাস্যকর এবং অবান্তর।

অন্যদিকে শোনা যায়, সাইফ আলি খানও নাকি চেয়েছিলেন—এই চরিত্রে কারিনাকেই নেওয়া হোক। কিন্তু ইমতিয়াজ প্রথম থেকেই দীপিকাকে চেয়েছিলেন। তাই পরিচালকের সিদ্ধান্তের সঙ্গেও সহমত ছিলেন তিনি। সূত্র: আনন্দবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ ইসি সানাউল্লাহর

প্রবাসীদের ভোটদানের জন্যে পোস্টাল ব্যালট কার্যকরী নয়। এ কারণে...

উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ড. এম আমিনুল ইসলাম, কাল শপথউপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ড. এম আমিনুল ইসলাম, কাল শপথ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. এম...

পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়: নাহিদ ইসলাম

পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব...

ইউক্রেনে সামরিক সহযোগিতা বন্ধ করলেন ট্রাম্প

এবার সাময়িক সময়ের জন্য ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ...