বুধবার, ১২ মার্চ ২০২৫
বুধবার, ১২ মার্চ ২০২৫

মিরপুরে স্ট্রেন্থ পরীক্ষায় ১৪ ক্রিকেটার

মিরপুরে স্ট্রেন্থ পরীক্ষায় ১৪ ক্রিকেটার

প্রকাশ:

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা সময় ধরেই বিশ্রামে জাতীয় দলের ক্রিকেটাররা। সেই বিশ্রাম অবশ্য এরই মধ্যে শেষ করে আসন্ন পাকিস্তান সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। সেই প্রস্তুতির অংশ হিসেবেই শনিবার মিরপুরে ১৪ ক্রিকেটারের স্ট্রেংথ পরীক্ষা নিয়েছে বিসিবি।

শনিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের নিয়ে স্ট্রেন্থ পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম। এরপর ক্রিকেটারদের নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

স্ট্রেন্থ পরীক্ষা নিয়ে বায়জেদুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপে যাওয়ার আগে আমরা একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম। আজকে তার ফলোআপ টেস্টিং ছিল। ফলোআপ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল। কিছু স্ট্রেন্থ টেস্ট ছিল। রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারিনি। স্ট্রেন্থ টেস্টটা করেছি সবাই মিলে। যারা যারা ছিল, তারা সবাই টেস্টে ছিল। আজকে ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে।’

বৃষ্টির কারণে রানিং টেস্ট করা সম্ভব না হলেও পরে হবে জানিয়ে ফিজিও আরও বলেন, ‘আজকে থেকেই শুরু হয়ে যাবে অনুশীলন। স্কিল ক্যাম্প আগামীকাল থেকে কাজ করবে। আর রানিং টেস্টের ক্ষেত্রে নেক্সট টাইম ওয়েদারের ওপর ডিপেন্ড করবে। আর ক্রিকেটারদের উপস্থিত থাকার ওপর নির্ভর করবে। অনেক প্লেয়ার ‘এ’ টিমে যাবে, জাতীয় দলের প্রোগ্রামে। তো সময়টা বের করা হলে আবার প্ল্যান করা হবে।’

পাকিস্তান সিরিজে তাসকিনের টেস্টে ফেরার গুঞ্জন রয়েছে। তবে সেটা নির্ভর করছে তার কাঁধের চোটের বর্তমান অবস্থার ওপর। তাসকিনের চোটের বর্তমান অবস্থা নিয়েও এদিন কথা বলেছেন বিসিবির ফিজিও। তিনি বলেন, ‘ওর কাঁধের আগে যে ড্যামেজটা ছিল, সেটা একই পর্যায়ে আছে, কোনো পরিবর্তন হয়নি। যদি কাজ করে যায় নিয়মিত তাহলে এটা নিয়ে খেলতে পারবে টেস্ট।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ ইসি সানাউল্লাহর

প্রবাসীদের ভোটদানের জন্যে পোস্টাল ব্যালট কার্যকরী নয়। এ কারণে...

উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ড. এম আমিনুল ইসলাম, কাল শপথউপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ড. এম আমিনুল ইসলাম, কাল শপথ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. এম...

পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়: নাহিদ ইসলাম

পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব...

ইউক্রেনে সামরিক সহযোগিতা বন্ধ করলেন ট্রাম্প

এবার সাময়িক সময়ের জন্য ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ...