নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন জোহরান মামদানি

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

নিউইয়র্কের মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। এর ফলে নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন তিনি। আজ বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আলজাজিরা।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) -এর বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, নিউইয়র্ক সিটির নিবিড়ভাবে পর্যবেক্ষিত মেয়র নির্বাচনে জোহরান মামদানি স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে জয়লাভ করেছেন। এর মাধ্যমে নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দাবিদার মামদানি শহরের প্রথম মুসলিম মেয়র হবেন।

এবারের নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউইয়র্ক শহরে এটিই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা।

গতকাল নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায়। শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৮টা)।

শহরের অ্যাস্টোরিয়া এলাকায় একটি কেন্দ্রে ভোট দেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন তিনি। তরুণসহ সব বয়সী ভোটারের মধ্যে বেশ সাড়াও পেয়েছেন। এর প্রতিফলন দেখা গেছে ভোটকেন্দ্রে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বড় মার্কিন নির্বাচন এটি। তার মতো কট্টর ডানপন্থি নেতার শাসনামলে একজন মুসলিমের নিউইয়র্ক সিটির মতো এলাকায় নির্বাচন করে জয়ী হওয়ার ঘটনা আমেরিকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মত বিশ্লেষকদের।